ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিতে বিশেষ কমিটি

প্রকাশিত: ০৭:১৭, ১৪ মার্চ ২০২০

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিতে বিশেষ কমিটি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘মুজিববর্ষের অঙ্গীকার-সুরক্ষিত ভোক্তা অধিকার’-এই প্রতিপাদ্য সামনে রেখে আজ রবিবার সারাদেশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হবে। আসন্ন রমজানে ভোক্তাদের ন্যায্যমূল্য সরবরাহ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ কমিটি কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য হাতের নাগালের মধ্যে কাজ করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এলক্ষ্যে রমজান মাস থেকে বিশেষ অ্যাপ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকারী এ প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে আজ রবিবার থেকে চালু হচ্ছে বিশেষ হটলাইন নম্বর। আজ শনিবার রাজধানীর কাওরান বাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস সামনে রেখে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুপস্থিত থাকায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। সংবাদ সম্মেলনে রমজানে সরকারের প্রস্তুতি নিয়ে কথা বলেন বাণিজ্য সচিব। এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দেশব্যাপী আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করতে যাচ্ছে। দিনটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। তবে করোনাভাইরাস আতঙ্কে এবার বাতিল করা হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের র‌্যালি। ছোট করা হয়েছে সমাবেশও। তবে র‌্যালির বদলে ঢাকা শহরের আটটি রুটসহ সারাদেশে ট্রাক শো অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এদিকে, এবারের ভোক্তা অধিকার দিবসে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর। বাণিজ্য সচিবের বক্তব্যে সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি বলেন রমজানে এবার নিত্যপণ্যের দাম বাড়বে না। কারণ ওই সময় বাজার স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিশেষ কমিটি কাজ করবে। শুধু তই নয় দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখার বিষয়টি আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা কারো ওপর দাম চাপিয়ে দিতে চাই না। তবে মানুষ ভালো থাকবে এটাই প্রত্যাশা। আর রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত একটি বিশেষ কমিটি কাজ করবে। ড. জাফর বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা এই বিশেষ কমিটি গঠন করেছি। এ কমিটি প্রতি রবিবার বৈঠক করে সার্বিক বিষয়ে আলোচনা করবে। সেই সঙ্গে একটি অ্যাপ তৈরিও প্রক্রিয়াধীন আছে। এই অ্যাপের মাধ্যমে সারাদেশে কী ঘটছে তা তাৎক্ষণিকভাবে জানা যাবে। সাত থেকে আটজনের সমন্বয়ে গঠিত বিশেষ টিম এই কার্যক্রম পরিচালনা করবে। শুধু রমজান নয়, সারাবছর এই কার্যক্রম চলবে। ওই বৈঠকে পাইকারি ও খুচরা বাজারে পণ্যের ব্যবধান নিয়ে কথা হবে। আমরা কারো ওপর মূল্য চাপিয়ে দিতে চাই না। তবে অস্বাভাবিক হলে অবশ্যই মূল্য নির্ধারণ করে দেওয়া হবে। তিনি বলেন, রমজান উপলক্ষে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) প্রস্তুতি গত বছরের তুলনায় ১০ গুণ বেশি। খাতুনগঞ্জ ও মৌলভীবাজার থেকে কারওয়ান বাজারে কী হচ্ছে বা খুচরায় ব্যবধান কত সেটা দেখা হবে। তাছাড়া মন্ত্রণালয়ের মোট ২৮টি টিম কাজ করবে বাজারে। আমার নেতৃত্বে ৭-৮ জন সদস্য কমিটিতে থাকবেন। সংবাদ সম্মেলনে ভোক্তা অধিকার অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ভোক্তার কাছে অধিদফতরর আস্থায় পরিণত হয়েছে। আমরা লবণ সংকটের গুজব মোকাবেলায় রাত-দিন কাজ করেছি। ব্যবসায়ীদের সঙ্গে বসে এর উত্তরণ নিয়ে কাজ কাজ করেছি। মাস্ক সংকটের বিষয়েও রাত ১২টা পর্যন্ত আমাদের টিম মাঠে কাজ করছে। ভোক্তা অধিকার দিবসের অনুষ্ঠানমালার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আমরা শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তবে করোনা ভাইরাসের কারণে আমাদের অনুষ্ঠানের কিছুটা সূচি পরিবর্তন করা হয়েছে।
×