ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভয়াবহ বালিঝড় ক্যালাইমা

প্রকাশিত: ১১:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২০

ভয়াবহ বালিঝড় ক্যালাইমা

সাহারা মরুভূমিতে আছড়ে পড়েছে ভয়াবহ বালিঝড়। যার জেরে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়া সব ফ্লাইট ঘুরিয়ে দেয়া হয়েছে। বিমানবন্দর অপারেটর এএন’র পক্ষ থেকে সে কথাই জানানো হয়েছে। এএন’র এক মুখপাত্র জানিয়েছেন, ঝড়ের কারণে এখনও পর্যন্ত প্রায় ১৪৪ ফ্লাইট বিঘিœত হয়েছে। এছাড়াও বিমানবন্দর কত দিন বন্ধ থাকবে তা স্পষ্ট করে বলা হয়নি। ফুয়ের্তেভেন্তুরা ও ল্যাঞ্জারোটের কিছু আউটবাউন্ড সার্ভিস ঝড়ের মধ্যেও চালু ছিল। তবে বাকি বিমানগুলো ঘুরিয়ে দেয়া হয়েছে বা বাতিল করা হয়েছে। পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইটে জানান হয়েছে যে, প্রায় ২৩০০ জিএমটির পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়া শুরু হবে। ক্যালাইমা নামে পরিচিত ওই বালি ঝড়গুলো যখন তৈরি হয় তখন তীব্র বাতাস সাহারা থেকে বালি শোষণ করে নেয়। ঝড়ের কারণে ব্যাহত হয়েছে সেখানকার জনজীবন। - ফক্স নিউজ
×