ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থীদের ক্লাস বন্ধ

প্রকাশিত: ০৪:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০২০

পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থীদের ক্লাস বন্ধ

নিজস্ব সংবাদদাত, পটুয়াখালী ॥ পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিউটের ২য়, ৬ষ্ঠ ও ৮ম ব্যাচের ২ দ্বীতিয় শিপটের ক্লাস বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভূক্তভোগী সহাস্রাধিক শিক্ষার্থী। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের ক্লাস শুরু না করলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলছে। আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে মানববন্ধ ও বিক্ষোভ করে। শিক্ষার্থীরা জানায়, চলতি মাসের ০১ তারিখ থেকে শিক্ষাকরা ২য়, ৬ষ্ঠ ও ৮ম ব্যাচের ২ দ্বীতিয় শিপটের ক্লাস নেয়া বন্ধ করে দেয়। ফলে পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিউটে অধ্যায়রত শিক্ষার্থীরা বিপাকে পরে যায়। অনিশ্চয়তা দেখা দেয় তাদের শিক্ষা জীবন নিয়ে। এ ব্যাপারে শিক্ষকরা তাদের কিছু বলছে না। তাই শিক্ষার্থীরা আজ মানববন্ধন ও বিক্ষোভ করে ক্যাম্পাসে। এ সময় তারা ২৪ ঘন্টার মধ্যে ক্লাস শুরু না হলে ইন্সটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার হুমকী দেয়।
×