ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইরানের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা চাইলেন ম্যাকরন

প্রকাশিত: ২৩:১৪, ২৩ জানুয়ারি ২০২০

ইরানের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা চাইলেন ম্যাকরন

অনলাইন ডেস্ক ॥ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়ে ইরানের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি ইসরাইল সফরে যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, ইরানকে নয়া আলোচনা প্রক্রিয়া শুরুর বিষয়টি মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি। ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম; তবে ২০১৮ সালে আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ব্রিটেন ও জার্মানির পাশাপাশি ফ্রান্সও এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। ফরাসি প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরাইল সফরে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতে বলেন, ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে প্যারিস তার অবস্থান পরিবর্তন করবে না।তিনি ভ্রান্ত দাবি করে বলেন, ফ্রান্স ইারানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না। ম্যাকরন এমন সময় এ দাবি করলেন যখন ইরান সব সময় বলে এসেছে তার পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায় তেহরানের কখনো ছিল না।এ ছাড়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ স্পষ্ট ভাষায় বলেছেন, তার দেশ একবার পরমাণু সমঝোতায় সই করেছে; কাজেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আর কোনো আলোচনা হবে না।
×