ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাকা পাচারের ঘটনায় পিকে হালদারসহ ২০ জনের সম্পদ জব্দ

প্রকাশিত: ০৯:৫৬, ২২ জানুয়ারি ২০২০

  টাকা পাচারের ঘটনায় পিকে হালদারসহ ২০ জনের সম্পদ জব্দ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করতে আগামী ১ মার্চ পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। প্রায় তিন হাজার ছয় শ’ কোটি টাকা পাচার করার ঘটনায় ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ২০ জনের সব সম্পদ, ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট আটকানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও মামলা বাতিল চেয়ে করা রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে আদালত। ইভিএম পদ্ধতিতে নিয়ে ২০১৮ সালে জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস হয়েছে কি না তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে। অন্যদিকে ভুয়া ওয়ারেন্ট ইস্যুকারীদের খুঁজে বের করতে চার সদস্যের কমিটি গঠন করেছে সিআইডি। হাইকোর্ট বেঞ্চে কমিটি গঠনের বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য্য করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা পাচার করার ঘটনায় ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ২০ জনের সব সম্পদ, ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট আটকানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট শাহরিয়ার কবির। ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডে বিনিয়োগকারী দুই জনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। ডেঙ্গু সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন ১ মার্চ ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করতে আগামী ১ মার্চ পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। প্রতিবেদন দাখিলে দুই মাস সময় চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সময় আবেদনের বিষয়টি উত্থাপন করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান। প্রসঙ্গত, এর আগে গত ১৪ জুলাই আদালত তার আদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানাতে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির মেয়র, নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে জানাতে নির্দেশ দিয়েছিল। একইসঙ্গে নাগরিকদের ডেঙ্গু চিকুনগুনিয়াসহ এ ধরনের রোগে আক্রান্ত হওয়া বন্ধ করতে এবং এডিস মশা নির্মূলে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত। মিন্নির মামলা বাতিলের আবেদন খারিজ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও মামলা বাতিল চেয়ে করা রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মিন্নির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মিন্নির পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এফআর খান। ইভিএম অর্ডিন্যান্স সংসদে পাসের বিষয়ে জানতে চেয়েছে আদালত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছে হাইকোর্ট। একইসঙ্গে এই সময়ের মধ্যে ইভিএম নিয়ে ২০১৮ সালে জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস হয়েছে কি না তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী এ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। ভুয়া ওয়ারেন্টের সঙ্গে জড়িতদের খুঁজতে সিআইডির কমিটি গঠন ভুয়া ওয়ারেন্ট ইস্যুকারীদের খুঁজে বের করতে চার সদস্যের কমিটি গঠন করেছে সিআইডি। সিআইডির সিনিয়র পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন মিয়ার নেতৃত্বে কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত এসপি ফারুক আহমেদ, সিআইডির সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল হক ও পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কমিটি গঠনের বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। পরে আদালত প্রতিবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করে। আদালতে প্রতিবেদনটি দাখিল করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। গত ১০ ডিসেম্বর ভুয়া ওয়ারেন্ট কোথা থেকে ইস্যু হয় এবং কারা ইস্যু করে, তা খুঁজে বের করতে সিআইডিকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
×