ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অতিথি দেশ হিসেবে সাফে খেলতে চায় বুরুন্ডি

প্রকাশিত: ০৮:৪৯, ২০ জানুয়ারি ২০২০

অতিথি দেশ হিসেবে সাফে খেলতে চায় বুরুন্ডি

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করতে চায় আফ্রিকান দেশ বুরুন্ডি। অতিথি দেশ হয়ে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে চায় বুরুন্ডি। বাফুফে ও সাফ সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের সঙ্গে দেখা করে জানিয়েছেন দেশটির ফুটবলের সভাপতি। বুরুন্ডি, সিশেলস, মরিশাস প্রথমবারের মতো খেলতে এসেছে বাংলাদেশে। আফ্রিকান এই দেশগুলো নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনে আগেই শুরু হয় নানা পক্ষের সমালোচনা। তবে মাঠে দলগুলোর খেলাতেই সব উত্তর মিলেছে, বলেছেন বাফুফে বস। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে এই চাওয়া বুরুন্ডির। ফুটবল ফেডারেশন অব বুরুন্ডির সভাপতি রিভেরিন এনডিকুরিও বলেন, এখানে আসার আগে আমাদের নিয়ে হাসাহাসি হয়েছে। মাঠের খেলাতেই আমরা প্রমাণ করেছি। ট্রফি নিয়েই ফিরতে চাই। আর ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ফুটবলার আর টেকনিক্যানল পার্সন আদান-প্রদান করতে চাই আমরা। এদিকে বাংলাদেশের আমন্ত্রণে ২৪ জানুয়ারি ঢাকায় আসছেন ফিলিস্তিন ফুটবলের সভাপতি জিব্রাইল রাজউব।
×