ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রেবেকা ইসলাম

তারার মেলা

প্রকাশিত: ০৯:১০, ১৮ জানুয়ারি ২০২০

 তারার মেলা

আলোর ঝলক পূর্ণিমা রাত লক্ষ তারার মেলা সারারাত্রি আকাশ জুড়ে ঝিকিমিকি খেলা। খুকু গোণে পাঁচটি তারা খোকন গোনে সাত বুড়ো দাদু তিনটে গুণে হাঁপিয়ে কুপোকাত। বাবা বলেন, সেই তারাটার নাম হলো লুব্ধক আলো দিয়ে সবচে বেশি করছে খুব ঝকঝক। শুকতারা বা সন্ধ্যাতারা ওটাই শুক্র গ্রহ মা শুনে বেশ অবাক, বলে জানতাম নাতো ওহো! মহাবিশ্বে লক্ষ তারা নেই গণনার সীমা আকাশ জুড়ে তারার নাচন হয় যখন পূর্ণিমা।
×