ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে আওয়ামীলীগের দুগ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

প্রকাশিত: ০৮:৩০, ১৬ ডিসেম্বর ২০১৯

ঈশ্বরদীতে আওয়ামীলীগের দুগ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে বিজয় দিবসে সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির সমর্থনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টুর নেতৃত্বে এবং পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সমর্থনে শহরে বিজয় র‌্যালি বের করা হয়। দলের মধ্যে গ্রুপিং থাকায় আগ থেকেই উভয় গ্রুপের সমর্থনে উত্তেজনা ছিল। এ অবস্থায় উভয় গ্রুপের নেতাকর্মীরা বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পন শেষে পৃথক র‌্যালি বের করে। এমন সময় মকলেছুর রহমান মিন্টুর নেতৃত্বে বের করা র‌্যালিটি পোস্ট অফিস এলাকায় অবস্থান করাকালে আবুল কালাম আজাদ মিন্টুর সমর্থনে বের করা র‌্যালিটি পোস্ট অফিস মোড় এলাকা অতিক্রমকালে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু অতি উৎসাহী কিছু নেতাকর্মী সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। আহতরা হলো যুবলীগ নেতা আব্দুল মান্নান,ইলিয়াস আহমেদ,আব্দুল মতিন,মতলেবুর রহমান,ছাত্রলীগ নেতা আবু সাইদ,জুবায়ের বিশ্বাস,রাজু,সজিব,ফান্ট্,ুচমন ও শাহীন আহত হয়। এদের মধ্যে চারজনকে ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব জানান, পোস্ট অফিস মোড় এলাকায় কি ঘটেছে তা জানা নেই। ঘটনার সময় আমাদের নেতাকর্মীরা বিজয়স্তম্ভে ব্যস্ত ছিল। এ বিষয়ে জানার জন্য পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে র‌্যালি সম্পন্নের জন্য পুলিশ দায়িত্ব পালন করেছে। সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি এবং এধরনের কোন অভিযোগও আমাদের কাছে কোন পক্ষ দেইনি।
×