ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইর সূচক ৪১ মাসে সর্বনিম্ন

প্রকাশিত: ০৮:০৬, ১৬ ডিসেম্বর ২০১৯

ডিএসইর সূচক ৪১  মাসে সর্বনিম্ন

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা দরপতনে প্রতিদিনই শেয়ারবাজারের সূচক সর্বনিম্ন অবস্থানে চলে যাচ্ছে। আগের সপ্তাহের ধারাবাহিকতায় রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে ভাল-মন্দ সব ধরনের কোম্পানিরই দর কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সমন্বয়ের চাপ রয়েছে। মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার চাপই বাজারকে বেশি ভোগাচ্ছে। তবে দেখেশুনে ভাল শেয়ারে বিনিয়োগ করলে এই পর্যায় থেকে লোকসানের আশঙ্কা কম বলেও জানান তারা। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৯৮ পয়েন্ট, যা গত ৩ বছর ৫ মাস বা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৬ সালের ১০ জুলাই ডিএসই প্রধান সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৪৯৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৮ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৫৪ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৪৩ কোটি ৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৪৯ কোটি ৫৯ লাখ টাকা। ডিএসইতে ৩৫২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- রিং সাইন, বিকন ফার্মা, নর্দার্ন ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সিটি জেনারেল, প্রগেসিভ লাইফ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও সিনো বাংলা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৭১ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×