ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজে উইকেট নিয়ে অসন্তুষ্ট সৌম্য!

প্রকাশিত: ০৯:৫৪, ৬ ডিসেম্বর ২০১৯

বাজে উইকেট নিয়ে অসন্তুষ্ট সৌম্য!

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ এসএ গেমসে ক্রিকেটে এবার ভারত ও পাকিস্তানের মতো পরাক্রমশারী দল নেই। প্রতিদ্বন্দ্বী বলতে একমাত্র শ্রীলঙ্কা। ফলে স্বর্ণপদক জয় করাটা অনেক সহজই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। জাতীয় দলে খেলা চার ক্রিকেটার আছেন এই অনুর্ধ-২৩ দলে। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১০ রানে হারানোর পর শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও সহজ জয় কুড়িয়ে নিয়েছে লাল-সবুজ বাহিনী। ভুটানকে ১০ উইকেটে হারায় তারা। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে ভুটান। সৌম্য সরকারের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৬.৫ ওভারে প্রয়োজনীয় রান সংগ্রহ করে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, পরের দিন শ্রীলঙ্কা। সোনার পদকের লড়াই সোমবার।প্রতিপক্ষ দুর্বল। তার পরেও এমন সহজ জয়ে খুশি নন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার সৌম্য সরকার। বিশেষ করে ভুটানকে অলআউট করতে না পারার আক্ষেপ আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ওপেনারের। তিনি জনকণ্ঠকে বলেন, ‘উইকেট ভীষণ বাজে। সত্যি কথা বলতে কি, এরকম উইকেটে যদি ভাল কোন দলের সঙ্গে খেলা হয় ভাল বোলারের বিপক্ষে, তখন রান করাটা অনেক কঠিন হবে। কালকে যেহেতু নেপালের সঙ্গে খেলা আছে এরপর শ্রীলঙ্কা। যেকোন একটা ম্যাচ যদি ১৯-২০ হয়ে যায়, আর এটা টি২০ খেলা কখনও বলা যায় না। এজন্য আমি চেয়েছিলাম প্রথমে নেমে যত দ্রুত কম ওভারের মধ্যে রানটা তোলা যায়। আর আমরা কিন্তু তাদেরকে অলআউটও করতে পারিনি। এটা আমাদের জন্য সতর্কবার্তা। অনেকদিন পর মারকুটে সৌম্যকে দেখা গেছে, ‘সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপে খেলেছি, ওখানে চিন্তা ছিল যতক্ষন ব্যাটিং করা যায়, উইকেটে থাকা যায়। মাঝখানে ম্যাচের সেন্সটুকু কতটুকু নেয়া যায়, এই চেষ্টা ছিল। তাই এখানেও চেষ্টা করছি ওরকমই। খুব বেশি তাড়াহুড়া না করার চেষ্টা করেছি। মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচটা একটু স্লো খেলেছিলাম, আজকে যেহেতু রান রেটের চিন্তা করেছিলাম এজন্য একটু দ্রুত খেলা।’ সৌম্যর মতোই প্রায় একই কথা বলেছেন দলের অপর ক্রিকেটার নাঈম শেখ, ‘এই উইকেট কখনও ব্যাটিং সহায়ক না। এখানে রান করতে হলে অনেক পরিশ্রম করতে হবে।’ নেপালের বিপক্ষে ম্যাচ নিয়ে নিয়ে নাঈমের ভাষ্য, ‘এখানে কোনো দলই সহজ নয়। নেপাল শ্রীলংকার সঙ্গে অনেক ভাল খেলেছে। আমাদের সঙ্গেও তাদের ভাল খেলা হবে। কারণ উইকেটটা সহজ না। টি২০ ক্রিকেটে যেরকম উইকেট থাকে, এর কিছুই নেই এই উইকেটে। এখানে কষ্ট করে জিততে হবে। দুটি ভাল টিম আছে, তাদের সঙ্গে কষ্ট করেই জিততে হবে।’
×