ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যাটর্নি জেনারেলকে নাসিম

আদালত জিম্মি করে যারা অযৌক্তিক দাবি আদায় করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

প্রকাশিত: ১১:১২, ৬ ডিসেম্বর ২০১৯

আদালত জিম্মি করে যারা অযৌক্তিক দাবি আদায় করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বলেছেন, উচ্চ আদালতকে জিম্মি করে জামিনের অযৌক্তিক দাবি যারা আদায় করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। জোর করে জামিন নেয়ার নজির পৃথিবীর কোন দেশেই নেই। আদালতে যুক্তি দিয়ে জামিন নিতে হয়। আমরা কখনই জামিন নিতে আদালতে বিশৃঙ্খলা করিনি, আইনী লড়াই করে মুক্ত হয়েছি। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ নাসিম আরও বলেন, জোর করে মানুষের মন জয় করা যায় না। বিএনপি ২০১৪-২০১৫ সালে আন্দোলনের নামে পেট্রোলবোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। বৃহস্পতিবার তারা কোর্টে সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে চেয়েছিল। তবে মুখে চকলেট চাবিয়ে কোর্টের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে বেগম জিয়ার মুক্তি হবে না। জোর করে জামিন নেয়া যাবে না। দেশকে অস্থিতিশীল করে নয়, খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপিকে আইনী প্রক্রিয়ায় যেতে হবে। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির আইনজীবীরা খালেদা জিয়াকে মুক্ত করতে বারবার ব্যর্থ হয়ে অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। তাই লজ্জা থাকলে তাদের চকলেট খেয়ে অনশন না করে বিষপান করা উচিত। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকা- ও জেল হত্যাকা-ের মূল খলনায়ক হলেন জিয়াউর রহমান। কমিশন গঠন করে এসব খলনায়কদের চরিত্র উšে§াচন করতে হবে। নইলে কেউ বুঝতে পারবে না কীভাবে জিয়াউর রহমান পরিকল্পনা করে, রাজনীতি শূন্য করার জন্য ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে এবং জেলখানায় চার নেতাকে হত্যা করেছে। জিয়াউর রহমানের খুনীর দল হলো আজকের খালেদা জিয়ার দল।
×