ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ ফেসবুকের অপব্যবহার

প্রকাশিত: ০৯:২২, ২১ নভেম্বর ২০১৯

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ ফেসবুকের অপব্যবহার

একই ফুল থেকে মৌমাছি আহরণ করে মধু আর মাকড়সা আহরণ করে বিষ। একই ছুরি দিয়ে একটা ছিনতাইকারী ডাকাতি আর খুনের মতো জঘন্য ঘটনা ঘটায়- আর ওই ছুরি দিয়ে একজন ডাক্তার একজন রোগীর অপারেশন করে তাকে রোগমুক্ত করে, এখানে ফুল ও ছুরির দোষ কোথায়। ফেসবুকের অপব্যবহার সম্পর্কেও একই কথা বলা চলে। ফেসবুকে ভাল কথা লেখা যায় আবার খারাপ কথাও লেখা যায়। খারাপ কথা লিখে একজনের চরিত্র হরণ করা যায়। আজকাল ফেসবুকে নারীরাই নানাভাবে নিগৃহীত হচ্ছে। অনেক সময় অনেক অসাধু ব্যক্তি ব্যক্তিগত আক্রোশ মিটাতে গিয়ে ফেসবুকে নারীকে নানাভাবে হেনস্তা আর অপদস্থ করছে এর কি কোন প্রতিকার নেই? শুধু নারী কেন পুরুষরাও এ অত্যাচারের হাত থেকে বাঁচতে পারবে না। তাদের সম্পর্কেও ফেসবুকে নানা অসত্য কথা লিখে তাদের সমাজের মানুষের কাছে ছোট আর হেয় করছে। ব্যক্তিগত আক্রোশ জিজ্ঞাসাবৃত্তি আর হিংসাত্মক চরিতার্থ করার জন্য কিছু লোক এসব করে বেড়াচ্ছে। সমাজের উচ্চপদস্থ লোক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী, চিকিৎসক এরা কেউই এই কুচক্রী লোকদের হাত থেকে নিষ্কৃতি পাচ্ছে না। এরা যখন তখন ফেসবুকে গুজব ছড়ায়। এসব গুজবের কোন ভিত্তি নেই। বিজ্ঞানের উৎকর্ষ সাধন ও কারিগরি বিদ্যার উন্নতি সাধনের সঙ্গে সঙ্গে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক উন্নতি হয়েছে আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে এ হীন স্বার্থান্বেষী লোকেরা। এরা ভাল করেই জানে ফেসবুকে অপরকে গালমন্দ করে যশস্বী হওয়া যায় না- তার পরেও তারা অহরহ এই অপকর্মটি করে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই সব দুষ্টুলোকদের ধরে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি বিধান করতে না পারলে এদের দৌরাত্ম্য বাড়বে বৈ কমবে না। রাষ্ট্রের যে সব বিভাগ আছে সে সব বিভাগের সব জায়গায় দেশের জন্য কাজ করার সরকারী লোকজন রয়েছে- তারা যদি এই দুষ্টু লোকদের দমনে এগিয়ে না আসে তবে তো এ ধরনের অপরাধ আর উৎপাত সমাজে বেড়ে যাবে। তাই সবার আগে এই গুজব রটনাকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিয়ে দমন করতে হবে। একজন নারীর চরিত্রে কলঙ্ক লেপন করলে সমাজের সেই নারীর অবস্থান কি দাঁড়ায় তা সহজে অনুমান করা যায়। শুধু নারী কেন এই ব্যাপারে পুরুষ ও নারী উভয়ে সমানভাবে অত্যাচারিত হয়। দুষ্টের দমন আর শিষ্টের পালন না করলে সমাজ থেকে এই দুষ্টুব্যাধির মূলোৎপাটন করা যাবে না। তাই ফেসবুক অপব্যবহারকারীদের বিরুদ্ধে একনই কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কঠোর আইন প্রয়োগ করে কঠিন শাস্তির ব্যবস্থা করলে এই অত্যাচারের হাত থেকে সমাজের মানুষ রক্ষা পাবে। অপকর্ম করে যারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে তাদের খুঁজে বের করে এনে শাস্তি দিতে হবে। কোন অবস্থাতেই যেন শাস্তি এড়াতে না পারে তার ব্যবস্থা করতে হবে। কোন রকম অজুহাত কিংবা তদ্বিরের তোয়াক্কা না করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে সমাজ থেকে এই দুষ্টুব্যাধি অপসারিত হতে বাধ্য। কলাবাগান, ঢাকা থেকে
×