ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে এ্যাপ

প্রকাশিত: ১১:১০, ২০ নভেম্বর ২০১৯

‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে এ্যাপ

ব্যবহারকারীদের অন্যের ‘প্রাইভেট প্রোফাইলে’ প্রবেশাধিকার দিতে পারে এমন এক এ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইন্সটাগ্রাম। ‘গোস্টি’ নামের ওই এ্যাপটির সাহায্যে ‘অনুমতি’ ছাড়াই ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের ‘প্রাইভেট’ করে রাখা প্রোফাইলে প্রবেশাধিকার পাওয়া সম্ভব হয়। ‘গোস্টি’ এ্যাপ কর্তৃপক্ষের কাছে এরই মধ্যে কার্যক্রম বন্ধের নোটিস পাঠিয়েছে ফেসবুক মালিকানাধীন ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটি। এ্যাপটির বিরুদ্ধে অভিযোগ শুধু বিনা অনুমতিতে প্রবেশ নয়, ডেটা হাতিয়ে নেয়ার সঙ্গেও জড়িত গোস্টি। গোস্টি ব্যবহারকারী কোন ইন্সটাগ্রাম ‘প্রাইভেট এ্যাকাউন্টে’ প্রবেশাধিকার পেতে চাইলে, প্রথমে তাকে বন্ধুদের গোস্টি প্ল্যাটফর্মটি আসার ‘আমন্ত্রণ’ পাঠাতে হয়। আর ইন্সটাগ্রামে প্রাইভেট প্রোফাইল খুঁজে বের করার জন্যও ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করে থাকে এ্যাপটি। ফলে গোস্টি এ্যাপটি যারা ব্যবহার করেন, তাদেরও আর ‘গোপনতা’ অক্ষুণœ থাকছে না। এপ্রিল মাসেই গুগল প্লে স্টোরে এসেছে ‘গোস্টি’। আসার এ কয়েক মাসের মধ্যেই পাঁচ লাখ বারেরও বেশি ডাউনলোড হয়েছে এ্যাপটি। - এনগেজেট।
×