ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাস চাপায় ছাত্র নিহত

চালক-হেলপারকে গ্রেফতার দাবিতে টঙ্গীতে অবরোধ, গাড়ি ভাংচুর

প্রকাশিত: ১২:০৪, ১৭ অক্টোবর ২০১৯

চালক-হেলপারকে গ্রেফতার দাবিতে টঙ্গীতে অবরোধ, গাড়ি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৬ অক্টোবর ॥ বাস চাপায় নিহত টঙ্গী সিটি কলেজের ছাত্র হাবিবের হত্যাকারী বাস চালক ও সহকারীর গ্রেফতারের দাবিতে বুধবার টঙ্গী কলেজ গেটে সহপাঠীদের এক মানববন্ধন কর্মসূচী চলাকালে ১৫টি গাড়ি ভাংচুর, ধাওয়া পাল্টাধাওয়া এবং মহাসড়কে অবরোধের ঘটনা ঘটে। এ সময় হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন। মঙ্গলবার টঙ্গীর মিল গেট থেকে বাসের গেটে ঝুলে কলেজে আসার পথে অন্য এক বাসের চাপায় কলেজছাত্র হাবিব নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠে সহপাঠীরা। স্থানীয় প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে তা পালন না করায় সহপাঠীরা মঙ্গলবার এসব ঘটনা ঘটায়। উর্ধতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেয়া হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, হাবিব নিহতের ঘটনায় দ্রুত চালক ও তার সহকারীকে আসামি করে মামলা দায়ের ও আসামিদের শীঘ্রই গ্রেফতার করা হবে।
×