ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনী প্রধানসহ নিহত ৪

প্রকাশিত: ১১:১৫, ১৬ অক্টোবর ২০১৯

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনী প্রধানসহ নিহত ৪

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবনে র‌্যাব-৬ খুলনার সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনী আমিনুর বাহিনীর প্রধান আমিনুরসহ চারজন নিহত হয়েছে। এ সময় র‌্যাবের সদস্য সৌরভ ও নাহিদ আহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কয়রা উপজেলার সুন্দরবনের শিবসা নদীর কয়রা খালের গোড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্য তিনটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। নিহতরা হচ্ছে- বাহিনী প্রধান আমিনুর (৩৭), রফিকুল (৩৪), সনিশ সাহা (৩২) ও আকতারুল (৩৫) বলে জানা গেছে। র‌্যাব-৬’র ভারপ্রাপ্ত স্পেশাল কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ তোফাজ্জেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬’র সদস্যরা খবর পায় জলদস্যু আমিনুর বাহিনীর। সদস্যরা সুন্দরবনের শিবসা নদীর কয়রা খাল নামক স্থানে কয়েকটি নৌকায় অস্ত্রশস্ত্র গোলাবারুদ নিয়ে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে ভোরে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে ঢুকে র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। এ সময় জলদস্যুদের অনেকে গভীর বনে পালিয়ে যায়।
×