ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আড়িয়াল খাঁ নদীতে অভিযান

প্রকাশিত: ০৪:৩৭, ১৩ অক্টোবর ২০১৯

আড়িয়াল খাঁ নদীতে অভিযান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জেলার গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালানোর সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নদীতে জাল ফেলেই পালিয়ে গেছে অসাধু জেলেরা। শনিবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযানে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। শেষে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়াও জালের সাথে পাওয়া প্রায় এক মণ ইলিশ উপজেলার পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, ইলিশ রক্ষায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম ও গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল হক উপস্থিত ছিলেন।
×