ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পরিবর্তন সামলাতে...

প্রকাশিত: ০৯:৪০, ২৩ সেপ্টেম্বর ২০১৯

 পরিবর্তন সামলাতে...

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের অনেক এলাকা হুমকির মুখে পড়েছে। বাসযোগ্য এলাকার অভাবের শঙ্কা থেকে হল্যান্ডের আমস্টারডামসহ বিশ্বের অনেক শহরে ভাসমান বাড়ি নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। আমস্টারডাম শহরের একটি খালে এক সময় শতাধিক মানুষ বসবাস করবে। ‘পরিষ্কার জাহাজ’ নামে এক প্রকল্পের আওতায় সেখানে ৩০ ভবন গড়ে তোলা হচ্ছে। প্রত্যেকটি ভবনের নিজস্ব ডিজাইন থাকলেও একটি মিল রয়েছে। সেটি হলো, বাড়িগুলো বিশেষভাবে তৈরি কংক্রিটের ভেলার ওপর ভাসবে। ভাসমান সেই ভিত্তির কয়েকশ’ টন ওজন বহনের ক্ষমতা থাকবে। স্থপতি ইয়রিট হুভ্যার্ট একটি ভবনের নক্সা করেছেন। তিনি বলেন, নৌকার ওপর যা কিছু তোলা হবে, তার ওজন ভাল করে হিসাব করতে হয়। কারণ অতিরিক্ত ওজন হলে, নৌকা বসে যাবে ও পানি প্রবেশ করতে শুরু করবে। ২০ স্থপতি এ প্রকল্পে কাজ করছেন। বাড়িগুলো ডাঙায় তৈরি করে নৌকায় করে বন্দরে নেয়া হয়। প্রকল্প বোর্ডের সদস্য পেয়ার ডে রাইক বলেন, পানির ওপর অত্যন্ত টেকসই বাড়িতে সমাজবদ্ধভাবে বসবাসের লক্ষ্য পূরণ করতে চাচ্ছি। অন্য বাড়ির মতো পেয়ারের বাড়িও সৌরশক্তিতে চলে। - ডয়চে ভেলে
×