ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এরশাদের আসনে উপনির্বাচন ॥ সরে দাঁড়ালেন আওয়ামী লীগ প্রার্থী রাজু

প্রকাশিত: ১০:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০১৯

এরশাদের আসনে উপনির্বাচন ॥ সরে দাঁড়ালেন আওয়ামী লীগ প্রার্থী রাজু

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৬ সেপ্টেম্বর ॥ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩(সদর) আসনের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন সোমবার বিকেল সাড়ে ৪টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোননয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি। এর আগে বিকেল ৪টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবার সময় দলীয় নেতাকর্মীদের বাধার মুখে পড়েন এ্যাড. রাজু। এ সময় নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়কে শুয়ে পড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে মনোনয়ন প্রত্যাহার না করার দাবি জানান। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধাঘণ্টা অবরোধের পর নেতাকর্মীদের বুঝিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। মনোনয়ন প্রত্যাহার শেষে এ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেন, বৃহত্তর জাতীয় রাজনীতির স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। তার প্রত্যাহারের মধ্য দিয়ে মোট ৬ জন প্রার্থী নির্বচনের মাঠে থাকলেন। তারা হলেন, জাপা প্রার্থী এরশাদ পুত্র রাহগীর আল মাহী সাদ, বিএনপির প্রার্থী রিটা রহমান, গণফ্রন্টের কাজী শহীদুল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান ম-ল এবং জাতীয় পার্টির রংপুর জেলার সাবেক সদস্য সচিব ও জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
×