ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১০ অক্টোবর

প্রকাশিত: ২২:৫৫, ২ অক্টোবর ২০১৮

৩৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১০ অক্টোবর

অনলাইন রিপোর্টার ॥ উনচল্লিশত বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ১০ অক্টোবর শুরু হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ থেকে ২৬ নভেম্বর প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে পিএসসির আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা হবে। সেজন্য প্রার্থীদের ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না জানিয়ে পিএসসি বলছে, কমিশনের ওয়েবসাইট থেকে প্রার্থীরা সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে নিতে পারবেন। “কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে তার মৌখিক পরীক্ষা আর নেওয়া হবে না এবং তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।” সাক্ষাতের সময় সনদ, প্রত্যয়নপত্র এবং অন্যান্য নথির মূল কপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই দেখাতে হবে। পাশাপাশি কাগজপত্রের একটি করে সত্যায়িত কপি মৌখিক পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সাক্ষাৎকার বোর্ডে জমা দিতে হবে। শুধুমাত্র চিকিৎসক নিয়োগ দিতে গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জনকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হয়। এই বিশেষ বিসিএসের মাধ্যমে ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে এককালীন চিকিৎসক নিয়োগ দিতে বিধিমালা সংশোধন করে সরকার।
×