ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারীদের এক ছাতার নিচে সব সেবা দিতে সংসদে বিল পাস

প্রকাশিত: ০৬:০২, ৬ ফেব্রুয়ারি ২০১৮

বিনিয়োগকারীদের এক ছাতার নিচে সব সেবা দিতে সংসদে বিল পাস

সংসদ রিপোর্টার ॥ দেশে বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের এক ছাতার নিচে সব ধরনের সেবা নিশ্চিত করতে সোমবার জাতীয় সংসদে ওয়ানস্টপ সার্ভিস বিল, ২০১৭ পাস হয়েছে। সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিরোধীদল জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্যর আনীত জনমত যাচাই-বাছাই কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। তবে ফখরুল ইমামের তিনটি সংশোধনী সংসদে গৃহীত হয়। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটির বিরোধীতার জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, সংসদে কেউই বিলটির গুরুত্ব অস্বীকার করতে পারেননি। বিনিয়োগের দক্ষতা বৃদ্ধি হয়েছে বলেই বর্তমানে রফতানি আয় ৩৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আমরা একই সঙ্গে উদ্যোগ নিচ্ছি এবং পরিশীলিতও হচ্ছি। একদিকে বিলটিতে সমর্থন জানাচ্ছেন আবার বলছেন জনমত যাচাই করতে- এটা স্ববিরোধীতা ছাড়া আর কিছুই নয়। পাসকৃত বিলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ‘কেন্দ্রীয় ওয়ানস্টপ সার্ভিস কর্তৃপক্ষ’ হিসেবে দায়িত্ব পালন করবে। ট্রেড লাইসেন্স, জমি রেজিস্ট্রেশন, নামজারি, পরিবেশ ছাড়পত্র, নির্মাণ অনুমোদন, বিদ্যুত, গ্যাস ও পানি-সংযোগ, টেলিফোন-ইন্টারনেট সংযোগ, বিস্ফোরক লাইসেন্স, বয়লার সার্টিফিকেটসহ ২৭টি ক্যাটাগরিতে এসব সেবা দেয়া হবে। এক জায়গায় বসেই যাতে এসব অনুমোদন পাওয়া যায়, সে সুযোগ থাকবে এ আইনের অধীনে। এছাড়া বিনিয়োগকারীদের কোন সেবা দ্রুততম সময়ের মধ্যে দিতে বলা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, দেশে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা বান্ধব রেগুলেশন নিশ্চিত করার ক্ষেত্রে একক সেবা প্রদান কেন্দ্র বা ওয়ানস্টপ সার্ভিস প্রদান একটি কার্যকর কৌশল হিসেবে পরিগণিত হয়ে থাকে। বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক অঞ্চল পরিচালনার সঙ্গে জড়িত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আইনে এ বিষয়ে বিশেষ বিধান রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও ওয়ানস্টপ সার্ভিস প্রদান করে আসছে। কিন্তু ওয়ানস্টপ সার্ভিস প্রদান ও জোন পরিচালনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানসমূহের ওয়ানস্টপ সার্ভিস প্রদানের পদ্ধতিকে বিধিবন্ধ করা, এ আইনকে প্রচলিত অপরাপর সংশ্লিষ্ট আইনের ওপর প্রাধান্য প্রদান করা, নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদানের ব্যর্থতার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের বিধানের মাধ্যমে সময়াবদ্ধ পদ্ধতিতে সেবা প্রদান নিশ্চিত করা প্রয়োজন। মন্ত্রী জানান, বাংলাদেশের জনগণের জীবনমান দ্রুত উন্নয়নের স্বার্থে দেশী ও বিদেশী বিনিয়োগ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নকল্পে বিনিয়োগকারীগণকে তাদের প্রস্তাবিত কোন প্রকল্প বা উদ্যোগের জন্য প্রয়োজনীয় যে কোন সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, ছাড়পত্র বা পারমিট নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান নিশ্চিতকরণার্থে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়। এ কারণেই ওয়ানস্টপ সার্ভিস আইন, ২০১৭ প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
×