ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জবিতে একইসঙ্গে ৩৪টি পূজা মণ্ডপে সরস্বতী পূজা উদ্যাপিত

প্রকাশিত: ০২:০৯, ২২ জানুয়ারি ২০১৮

জবিতে একইসঙ্গে ৩৪টি পূজা মণ্ডপে সরস্বতী পূজা উদ্যাপিত

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একই সঙ্গে ৩৪টি পূজামন্ডপে উদ্যাপিত হয়েছে সরস্বতী পূজা। এতে বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুরান ঢাকার বাসিন্দাদের নিয়ে সৃষ্টি হয় এক অন্যরকম মিলনমেলা। স্থানীয়দের সঙ্গে ঐক্য আর প্রীতির বন্ধনে মিলিত হয়ে পালিত এই উৎসবে বিভিন্ন রকম বাদ্দ বাজনা আর নাচ গানে মুখরিত হয়ে উঠে পুরা ক্যাম্পাস। এবারের সরস্বতী পূজা উৎসবে নতুন করে যোগ হয় পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (আই.ই.আর, জবি)। সোমবার জবি কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে আয়োজিত এই উৎসবের পূজা মন্ডপসমূহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানস অন্যান্যরা ঘুরে ঘুরে পরিদর্শন করেন। তবে পূজা মন্ডপগুলো পরিচালনার দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। সনাতন ধর্মমতে, শ্বেতশুভ্র রাজহংসের পিঠে চড়ে জ্ঞানের আলো ছড়াতে পৃথিবীতে আসেন বিদ্যাদেবী সরস্বতী। দেবীর আগমন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা পূজামন্ডপে দেবীর প্রতিমা স্থাপন করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উদ্যোগে আয়োজিত এই পূজায় অন্যান্য বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। পূজা উপলক্ষে সমাজকর্ম বিভাগের উদ্যোগে দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন উপাচার্য। এসময় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
×