ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগতা

প্রকাশিত: ২৩:২২, ২০ জানুয়ারি ২০১৮

নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগতা

নিজস্ব সংবাদদাতা, নওগঁ ॥ নওগাঁর পত্নীতলায় ঘোড়দৌড় প্রতিযোগীতায় ৩টি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে, ‘বাহাদুর’। এই বাহাদুর নামে ঘোড়াটির মালিক আব্দুল মজিদ। শুক্রবার বিকেল ৫টায় নওগাঁর পত্নীতলা-ধামইরহাট ঘোড়া মালিক সমিতির উদ্যোগে পত্নীতলা উপজেলা সদরের নজিপুর চকজয়রাম সড়ক সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী এই ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার ঘোষের সভাপতিত্বে এবং পত্নীতলা- ধামইরহাট ঘোড়া মালিক সমিতির সভাপতি মতিবুল ইসলাম বুলু মহুরী, দিলিপ চৌহান ও টগর মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইছাহাক হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পত্নীতলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, সাবেক পৌর মেয়র আমিনুল হক, আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু প্রমুখ। ধামইরহাট ও পত্নীতলা ঘোড়া মালিক সমিতির সাধারন সম্পাদক সামসুল আলমের পরিচালনায় ৩টি ক্যাটগরীতে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগীতায় ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে, আব্দুল মজিদ, ঘোড়ার নাম ‘বাহাদুর’। দ্বিতীয় হয়েছে জাহাঙ্গির, ঘোড়ার নাম ‘বাংলার রাজা’ এবং তৃতীয় হয়েছে বুলু মুহুরী, ঘোড়ার নাম ‘সাদা খাসি’। এছাড়া ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে, মোস্তফা, ঘোড়ার নাম ‘পারলে ঠেকাও’, দ্বিতীয় হয়েছে সাইফুদ্দীন, ঘোড়ার নাম ‘আলো রাণী’ এবং তৃতীয় হয়েছে মোস্তফা, ঘোড়ার নাম ‘জয় বাংলা’। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে আবু হোসেন, ঘোড়ার নাম ‘বাংলার রাণী’। দ্বিতীয় হয়েছে মোস্তফা, ঘোড়ার নাম ‘টাইগার’ এবং তৃতীয় হয়েছে দেলোয়ার, ঘোড়ার নাম ‘চুমকি রাণী’। সন্ধ্যায় অতিথিবৃন্দ প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। প্রতিযোগীতায় মোট ২৫জন প্রতিযোগী অংশ গ্রহন করে।
×