ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরার রামনগরে চার লেনের কাজ শুরু

প্রকাশিত: ২২:০৮, ২০ জানুয়ারি ২০১৮

ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরার  রামনগরে চার লেনের কাজ শুরু

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ ৯১ কোটি ৯৩ লাখ টাকা ব্যায়ে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তার চার লেনের কাজ শুরু হয়েছে। রামনগর এলাকায় এ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একন্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকি, উপ-সহকারি প্রকৌশলী কাফি হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী কাফি হোসেন জানান, ‘গত ২১ মার্চ মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর পর্যন্ত ১০ কিলোমটিার মহাসড়কে চার লেনে উন্নিত করণ প্রকল্পের উদ্বোধন করেন। এ সড়ক নির্মাণে মোট ৯১ কোটি ৯৩ লাখ টাকা ব্যায় হবে বলে জানান কাফী হোসেন।
×