ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

৫৫ টন বিস্ফোরক জব্দ করেছে সৌদি আরব

প্রকাশিত: ২০:৩১, ১৭ জানুয়ারি ২০১৮

৫৫ টন বিস্ফোরক জব্দ করেছে সৌদি  আরব

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২১ বছরে তারা ৫৫ টন বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে। মঙ্গলবার সৌদি আরবের আল-ওয়াটন পত্রিকা নিরাপত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করেছে। খবর সৌদি গেজেটের। সৌদি গেজেটের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন জঙ্গিদের কাছ থেকে জব্দ করা ওইসব বিস্ফোরক দ্রব্যের মধ্যে চার দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প সৃষ্টির মতো উপাদানও রয়েছে। এছাড়া ১৩ হাজার মানুষকে হত্যা এবং চার হাজার ভবন ধ্বংসের ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকও রয়েছে। ১৩ বিলিয়ন উপাদান ক্ষতি করার মতো ক্ষমতাধর উপাদানও জব্দের তালিকায় রয়েছে। দীর্ঘ ২১ বছরে সন্ত্রাসী হামলার জন্য নির্ধারণ করা এক হাজার ৯৬ টি স্থান চিহ্নিত করা সম্ভব হয়েছে। সন্ত্রাসীদের হামলায় ওই সময়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর তিনশ ৩৩ জন নিহত হন। জানা গেছে, ছয়শ ৯৫ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করেছে সৌদি আরবের নিরাপত্তা রক্ষীরা। এছাড়া তিনশ ৪৬ জনকে আহত অবস্থায় আটক করা হয়। সূত্র : সৌদি গেজেট
×