ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৪ হজ এজেন্সিকে কারণ দর্শানো নোটিস

প্রকাশিত: ০৬:৪৭, ১৬ জানুয়ারি ২০১৮

১৪ হজ এজেন্সিকে কারণ দর্শানো নোটিস

স্টাফ রিপোর্টার ॥ শেষ পর্যন্ত শাস্তি পেতেই হচ্ছে অভিযুক্ত হজ এজেন্সিগুলোকে। গত বছর হজের সময় সরকারী ব্যবস্থাপনার হাজীদের জন্য ভাড়া করা বাড়িতে অবৈধভাবে বেসরকারী ব্যবস্থাপনার হাজীদের রেখে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করার অভিযোগে ১৪টি বেসরকারী হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, সে সম্পর্কে কারণ দর্শানোর নির্দেশনা প্রদান করা হয়। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, ২০১৭ সাল অর্থাৎ ১৪৩৮ হিজরিতে সরকারী ব্যবস্থাপনায় হাজীদের মক্কা আল মোকাররমা, সৌদি আরবে আবাসনের জন্য হোটেল/বাড়ি ১৫ মুহররম পর্যন্ত ভাড়া করা হয়। সরকারী ব্যবস্থাপনার হাজীরা পবিত্র হজ পালন শেষে বাংলাদেশ প্রত্যাবর্তনের জন্য হোটেল ছাড়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত হজ এজেন্সিগুলো হোটেল মালিকদের সঙ্গে যোগসাজশে হোটেল ও বাড়িতে অবৈধভাবে প্রায় ১ হাজার ২শ’ হাজী ওঠায়। এজেন্সিগুলোর এমন কার্যকলাপ সৌদি আইনের পরিপন্থী এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ করার শামিল। যে ১৪টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে সেগুলো হলো- জিয়ারত ই কাবা, ট্যুর এ্যান্ড ট্রাভেলস, মেসার্স আহসান ট্রাভেল ইন্টারন্যাশনাল, ট্রাভেল এজেন্ট, মেসার্স আহসান ট্রাভেল ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট (আবদুল্লাহ হজ কাফেলা), আল জিয়ারত ইন্টারন্যাশনাল, মেসার্স এম নুরে মদিনা ট্রাভেলস এ্যান্ড ট্যুরস, আল আমানত ট্যুর এ্যান্ড ট্রাভেলস, মেসার্স জামান ইন্টারপ্রাইজ, সঞ্জরি ট্রাভেলস এ্যান্ড ট্যুরস, জাবেদ এয়ার ইন্টারন্যাশনাল, আল মদিনা হজ এ্যান্ড ট্রাভেলস সার্ভিসেস, ইব্রাহিম ট্রাভেলস, জেনাস ট্রাভেলস এ্যান্ড ট্যুরস, কে.বি এয়ার ইন্টারন্যাশনাল ও আনাস ট্রাভেলস এ্যান্ড ট্যুরস। এদিকে অন্যান্য অভিযোগে চিহ্নিত আরও ২০টি এজেন্সিকে শাস্তির আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী সপ্তাহেই এদের বিরুদ্ধে শাস্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এসব এজেন্সি এবারের হজে কোন ধরনের বাণিজ্যিক কাজে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের সূত্র।
×