ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সাফল্যের গল্প জানতে আগ্রহী এডিবি প্রেসিডেন্ট

প্রকাশিত: ০১:০৪, ১৫ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের সাফল্যের গল্প জানতে আগ্রহী এডিবি প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার ॥ আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য অনুসরণীয় বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বহুজাতিক সংস্থাটি বাংলাদেশের সাফল্যের কর্ম-কৌশল সদস্যভুক্ত অন্যদেশগুলোতেও প্রয়োগ করতে চায়। আসন্ন বাংলাদেশ সফরে সংস্থাটির প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও এসব বিষয়ে জানতে আগ্রহী। সোমবার পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ এসব কথা বলেন। শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর দপ্তরে তিনি এ সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক সার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশে এডিবির চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেন। মনমোহন পরকাশ বিভিন্নক্ষেত্রে বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশে এডিবির কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। মনমোহন পরকাশ বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন। এডিবির প্রেসিডেন্ট বিভিন্নক্ষেত্রে বাংলাদেশের সাফল্যগাঁথা (সাকসেস স্টোরি) কিভাবে পৃথিবীে অন্যান্য দেশে প্রয়োগ করা যায় সে বিষয়ে জানতে আগ্রহী। আলোচনাকালে পরিকল্পনামন্ত্রী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে এডিবির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং এ সম্পর্ক ভবিষ্যতে আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসুচি এবং দেশের সার্বিক অর্থনৈতিক সুচকের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির ধারা অব্যহত থাকলে খুব দ্রুতই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে দৃষ্টান্ত স্থাপন করবে।
×