ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেতানিয়াহুকে বুকে জড়িয়ে ধরলেন মোদী

প্রকাশিত: ০০:৫১, ১৪ জানুয়ারি ২০১৮

নেতানিয়াহুকে বুকে জড়িয়ে ধরলেন মোদী

অনলাইন ডেস্ক ॥ আবার সেই আইকনিক ‘বেয়ার হাগ’! ভারত ও ইজরায়েলের প্রধানমন্ত্রীর। ৬ দিনের ভারত সফরে রবিবার দিল্লি এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বন্ধু’ নেতানিয়াহুকে এ দিন বুকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর ইজরায়েল সফরে গিয়েও তেল আভিভ বিমানবন্দরে নেতানিয়াহুকে বুকে জড়িয়ে ধরেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। গত এক দশকেরও বেশি সময়ে এই প্রথম কোনও ইজরায়েলি প্রধানমন্ত্রী এলেন ভারত সফরে। পরে ইজরায়েলি প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর টুইটে এ দিন প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘‘বন্ধু, আপনাকে স্বাগত। আপনার এই সফর ঐতিহাসিক। তা একটি স্মরণীয় ঘটনাও। আমাদের দুই দেশের সম্পর্ককে এই সফর আরও জোরদার করে তুলবে।’’ ভারতে ইজরায়েলি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছে সে দেশের ১৩০ জন শিল্পপতির একটি প্রতিনিধিদল। কূটনৈতিক সূত্রের খবর, নেতানিয়াহুর এই সফরে ভারত ও ইজরায়েলের মধ্যে বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক গভীরতর হবে। এই সফরে প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাতে যাবেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। বুধবার সেখানে দু’দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে ‘রোড শো’য়ের আয়োজন করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে হাইফায় নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে এ দিন মোদী ও নেতানিয়াহু যান তিন মূর্তি মেমোরিয়ালে। দিল্লির তিন মূর্তি চকের নাম এ দিন আনুষ্ঠানিক ভাবে বদলে রাখা হয় ‘তিন মূর্তি হাইফা চক’। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজের পর রবিবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। আগামী কাল, সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে বসবেন নেতানিয়াহু। মঙ্গলবার তাজমহল ঘুরে দেখার পর ‘রাইসিনা ডায়ালগ’ নামে একটি জিও-পলিটিক্যাল কনফারেন্সে যাবেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। তাঁর সফরে মুম্বইয়েও যাবেন নেতানিয়াহু। ২০০৩ সালে প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের সফরের পর আর কোনও ইজরায়েলি প্রধানমন্ত্রী ভারত সফরে এসে মুম্বইয়ে যাননি। ১৮ জানুয়ারি মুম্বইয়ে বলিউডের মেগাস্টারদের সঙ্গে দেখা করবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। গত বুধবার ইজরায়েলের বিদেশ মন্ত্রকের এশিয়া সংক্রান্ত দফতরের ডেপুটি ডিরেক্টর- জেনারেল গিলাদ কোহেন জানিয়েছিলেন, এই সফরে প্রতিরক্ষা থেকে অপ্রচলিত শক্তি, বিভিন্ন ক্ষেত্রে যৌথ বিনিয়োগের ঘোষণা করা হবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×