ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যে গ্রামে শিশুদের ধূমপানই উৎসব!

প্রকাশিত: ১৮:৩৮, ১২ জানুয়ারি ২০১৮

যে গ্রামে শিশুদের ধূমপানই উৎসব!

অনলাইন ডেস্ক ॥ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। একথা জানতে এখন আর কারওর বাকি নেই। সাধারণ মানুষকে ধূমপানের নেশা থেকে বের করে আনতে প্রচারও চলে বিস্তর। এমনকী, সিগারেটের প্যাকেটেও Smoking is injurious to health লেখা থাকে। কিন্তু, এতকিছুর পরও ধূমপান ছাড়া তো দুর অস্ত, বরং শিশুসন্তানদের সুখটানে উৎসাহ দিচ্ছেন বাবা-মায়েরাই। শুনতে অবাক লাগলেও, এটা ঘোরতর বাস্তব পর্তুগালের ভেলে ডি সালগুইয়েরো গ্রামে। এই গ্রামে মাত্র পাঁচ বছরের শিশুও বাবা-মায়ের অনুমতিতেই ধূমপান করে! কিন্তু, বিপদ জেনেও কেন শিশুদের ধূমপান উৎসাহ দেন বাবা-মায়েরা? ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের গ্রামে ধূমপানই যে উৎসব পালনের রীতি! ভেলে ডি সালগুইয়েরো গ্রামে বহুকাল ধরে সপ্তাহান্তে কিংস ফেস্ট নামে একটি উৎসব পালিত হয়।
×