ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ঢাবিতে সাংবাদিকের ওপর আকস্মিক হামলা

প্রকাশিত: ০৫:৩১, ১৮ ডিসেম্বর ২০১৭

ঢাবিতে সাংবাদিকের ওপর আকস্মিক হামলা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত দৈনিক ইত্তেফাকের সাংবাদিক কবিরুল ইসলামের ওপর অতর্কিত হামলা করেছে রেজিস্টার ভবনের দায়িত্বরত কিছু কর্মকর্তা। রবিবার সকালে রেজিস্ট্রার ভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত দেরি করে অফিসে আসার অভিযোগের তথ্য অনুসন্ধানে করতে গেলে এ হামলাম শিকার হন তিনি। হামলাকারীর হলেন প্রশাসনিক ভবনের সেকশন অফিসার মোঃ নিজাম উদ্দিন, মোঃ আহসানুল কবির ও রেজিস্টারের ব্যক্তিগত পিএস শেখ মোঃ গিয়াস উদ্দিন। দেরিতে অফিসে আসাসহ অফিস ফাঁকি দেয়ার অভিযোগ রয়েছে এই কর্মকর্তাদের বিরুদ্ধে। জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই প্রতিনিধি রেজিস্টার ভবনের প্রশাসন তিন নম্বর কক্ষে যান। সেখান থেকে ফেরার পথে নিজাম উদ্দিন, আহসানুল কবির, শেখ মোঃ গিয়াস উদ্দিন অতর্কিতে হামলা করে এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়। হামলার ফলে প্রতিবেদকের গলায় ও বুকে দাগ হয়ে যায়। এই বিষয়ে তারা বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান এ বিষয়ে বলেন, এটি অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেব। এ ঘটনার নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা)। সংগঠনটির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বলেন, শুধুমাত্র একজন সাংবাদিক নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থীর উপরও এ ধরনের আক্রমণ তাদের উচ্ছৃঙ্খল আচরণের বহিঃপ্রকাশ। তারা তাদের দায়িত্বে অবহেলা ঢাকতেই একজন সাংবাদিকের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা চালিয়েছেন।
×