ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে ॥ নিহত চার, আহত ১০

প্রকাশিত: ০৬:০৭, ১২ ডিসেম্বর ২০১৭

দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে ॥ নিহত চার, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১১ ডিসেম্বর ॥ কুমিল্লার দাউদকান্দিতে সৌদিয়া পরিবহনের একটি বাস খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রবিবার রাত দেড়টায় চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৪ জন। নিহতরা হলো: চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বারৈহাটিয়া গ্রামের আঃ সামাদের ছেলে সাহাবুদ্দিন (৩৫) তার শিশু পুত্র আবু হানিফ (৬), পদুয়া গ্রামের নুরুল আক্তারের ছেলে নুরুল হাসান রিফাত (২৯) এবং সাতকানিয়া উপজেলার মাদারসা গ্রামের নাছির হোসেনের ছেলে আমজাদ হোসেন (২৭)। লোহাগাড়ায় চালক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী এলাকার সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ আলমগীরের বাড়ি (৩২) গাজীপুর জেলায়। পেশায় তিনি ছিলেন একজন গাড়িচালক। সোমবার দুপুরে চুনতীর হোটেল মিডওয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সীতাকু-ে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা, সীতাকু- (চট্টগ্রাম) থেকে জানান, সীতাকুণ্ড বাসচাপায় গৃহবধূ মমতা বেগম (৩০) নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাসেম জুট মিলস (লালবেগ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার মো. ইদ্রিস আলমের স্ত্রী। বগুড়ায় স্কুলছাত্রী স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস জানায়, বগুড়া-ঢাকা মহাসড়কের মহিপুর জামতলা এলাকায় সোমবার সকাল দশটার দিকে বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার নাম হাওয়া বেগম (১২)। সে শেরপুর প্রাইড ইন্টারন্যাশনাল স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ও মহীপুর গ্রামের নূর ইসলামের মেয়ে। হাওয়া বেগম স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। রাস্তা পারাপারের সময় বাসটি চাপা দেয়। কক্সবাজারে মাইক্রো যাত্রী স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান, রামু জোয়ারিয়ানালা হাসপাতাল গেটের সামনে সড়কে যাত্রীবাহী মাইক্রো বাস-শ্যামলী মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের এক যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের রামু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
×