ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

‘শিক্ষাব্রতী বেগম রোকেয়া’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:৫৯, ১১ ডিসেম্বর ২০১৭

‘শিক্ষাব্রতী বেগম রোকেয়া’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে সোমবার বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় প্রাঙ্গনে বেগম রোকেয়া উৎসব ২০১৭ উপলক্ষে ‘শিক্ষাব্রতী বেগম রোকেয়া’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত ডিআইজি মো. মজিদ মিয়া, রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ। সম্মানিত অতিথি ছিলেন, সনিক প্রাইম গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী সরকার। প্রধান আলোচক পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের দেশীয় প্রতিনিধি ডা. হালিদা হানুম আক্তার। মূল প্রবন্ধকার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজীয়া মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সমাজসেবী অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, হাড়িভাঙ্গা আমের আবিস্কারক ও প্রধান সম্প্রসারক আলহাজ্ব মো. আব্দুস সালাম সরকার, পায়রাবন্দ মানব উন্নয়ন সংস্থার সভাপতি মো. কামরুজ্জামান চৌধুরী জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের সদস্য মোনসেফা পারভীন ও শুভেচ্ছা বক্তব্য রাখাখেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পরিচালক মো. জিয়াউর রহমান।
×