ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০১:৩৯, ১০ ডিসেম্বর ২০১৭

কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিবার এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল কাদের (৪০)। সে সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাট ইউনিয়নের মেঘাই এলাকার গোলবার হোসেনের ছেলে। কালিয়াকৈর থানার এসআই জাফর ও নিহতের সহকর্মী আব্দুর রাজ্জাক জানান, কালিয়াকৈর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ৫নং ওয়ার্ড এলাকায় কাজ করতো কাদের। রবিবার সকালে ডাইনকিনি এলাকার হানিফ ও আব্বাসের মার্কেটের সামনে একটি ময়লার ড্রেন পরিষ্কার করছিল সে। এসময় ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় কাদের। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাদের কালিয়াকৈরের লতিফপুর বটতলায় স্বপরিবারে ভাড়া বাসায় থাকতো। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন নাহার জানান, আব্দুল কাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
×