ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভারতে গরীবরা কেমন আছে, প্রশ্ন বোম্বে হাইকোর্টের

প্রকাশিত: ১৮:২৩, ৮ ডিসেম্বর ২০১৭

ভারতে গরীবরা কেমন আছে, প্রশ্ন বোম্বে হাইকোর্টের

অনলাইন ডেস্ক ॥ 'পদ্মাবতী' মুক্তি না পাওয়া বৃহস্পতিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে বোম্বে হাইকোর্ট। তারা বলেছে, এ সেন্সরশিপটা খুবই ব্যতিক্রম। এটা খুবই পীড়াদায়ক যে ছবিটি মুক্তি পায়নি। ভারত এমন একটি দেশ যেখানকার মুখ্যমন্ত্রীও তাদের রাজ্যে ছবি মুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর এসব হচ্ছে সেই সব মানুষের বিরুদ্ধে যারা বিত্তশালী এবং তাদের প্রতি প্রচুর মানুষের সমর্থন আছে। অথচ তাদেরও এমন দুর্দশার মধ্যে পড়তে হয়েছে। তাহলে এ দেশে গরীবরা কেমন আছে? স্বনামধন্য নির্মাতা সঞ্জয় লীলা বাণশালি পরিচালিত 'পদ্মাবতী' ছবিটি গত ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবিটি প্রশাসন ও নানা পক্ষের হুমকির কারণে মুক্তি পায়নি। ছবিটির মূল চরিত্রে অভিনয়কারী দীপিকা পাড়ুকোনকে একাধিকবার হত্যার হুমকিও দেয়া হয়েছে। বোম্বে হাইকোর্ট বলেন, আজ কেউ কেউ বলতে পারছেন, 'ছবির শিল্পী, অভিনেত্রীকে খুন করতে পারলে পুরস্কার দেব... আর কোন দেশে শিল্পীকে এমন হুমকি দেয়া হয়? এটা খুবই পীড়াদায়ক যে ক্রমাগত হুমকির কারণে কেউ তার ফিচার ফিল্ম মুক্তি দিতে পারছে না... একটি ফিচার ফিল্ম এ দেশে মুক্তি পাচ্ছে না...' সূত্র : টাইমস অব ইন্ডিয়া
×