ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রাজধানীর ৫০ খাল দখলকারীর তালিকা চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ০১:৩১, ৪ ডিসেম্বর ২০১৭

রাজধানীর ৫০ খাল দখলকারীর তালিকা চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ কল্যাণপুর, কাটাসুর, ইব্রাহিমপুর, বাড্ডার শাহজাহাদপুরসহ রাজধানীর উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের ৫০টি খাল দখলমুক্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ছয় মাসের মধ্যে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, রাজউক ও ওয়াসাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব খাল দখলমুক্ত এবং পুনরুদ্ধার করতে বলা হয়েছে। একই সঙ্গে এসব খাল দখল ও দূষণকারীদের তালিকা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. মইনুল ইসলাম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি এ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু।
×