ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবি এফ রহমান হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত: ০৭:৪৪, ১৮ নভেম্বর ২০১৭

ঢাবি এফ রহমান হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ দুই বছর অপেক্ষার পর অবশেষে পদ পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল ছাত্রলীগের কর্মীরা। শুক্রবার হলটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি অনুমোদন দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। কমিটিতে সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার। এছাড়া এ কমিটিতে সহ-সভাপতি পদে ৩১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৯ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন, সম্পাদক পদে ২৬ জন ও উপ-সম্পাদক ৫২ জন, সহ-সম্পাদক ১২ জন এবং ১০ জন হল ছাত্রলীগের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে নবগঠিত কমিটি নিয়ে নব উদ্যোমে কাজ করবেন বলে জানান হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। হাফিজুর রহমান জনকণ্ঠকে বলেন, ‘আমরা পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শকে সকলের কাছে পৌঁছে দিতে চাই। ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আর জনপ্রিয় করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে চাই। আগামী নির্বাচনকে সামনে রেখে যেকোন অপশক্তি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।’ মাহমুদুল হাসান তুষার বলেন, ‘পড়াশোনার পাশাপাশি দেশের মানুষের স্বার্থে আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী হতে সহায়তা করায় আমরা কাজ করব।’ ছাত্রলীগের ১৯ দফা দাবি আদায়ের মাধ্যমে জনসমাজে ছাত্রলীগ ও আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য এই কমিটির সবাই কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
×