ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নাহি এ্যালুুমিনিয়ামের আইপিও শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৫:২১, ১৭ নভেম্বর ২০১৭

নাহি এ্যালুুমিনিয়ামের আইপিও শেয়ার বিওতে জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। এখন কোম্পানিটির আবেদনের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জ লেনদেনের তারিখ চূড়ান্ত করবে। এর আগে নাহি এ্যালুমিনিয়াম গত ২৩ অক্টোবর লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন করে। গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন জমা নেয়া হয়। মূলত ব্যবসা সম্প্রসারণ করতে পুঁজিবাজারে আসছে প্রতিষ্ঠানটি। উত্তোলিত অর্থের ৬৫ শতাংশই ব্যয় করা হবে ব্যবসা সম্প্রসারণে। কোম্পানি সূত্রমতে, আইপিওর টাকার প্লান্ট এবং মেশিনারিজে ব্যয় হবে ৫৮ শতাংশ, ভবন এবং অন্যান্য খাতে ৭ শতাংশ, আইপিওর খরচ বাবদ ব্যয় হবে ৮ শতাংশ এবং ২৭ শতাংশ অর্থে ঋণ পরিশোধ করা হবে। ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। এ সময় কোম্পানির নিট মুনাফা হয় ৫ কোটি ১৫ লাখ টাকা। আর প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয় ১২ টাকা ৭৮ পয়সা। নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ২০১০ সালের ২৪ অক্টোবর একটি প্রাইভেট কোম্পানি হিসেবে যাত্রা করে। ২০১৪ সালের ১ মার্চ বাণিজ্যিক উৎপাদন শুরু করে কোম্পানিটি। কোম্পানিটি বাংলাদেশে এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল (এসিপি) প্রস্তুত করে থাকে। এ্যালুকোটিজার ব্র্যান্ড নামে প্রতিষ্ঠানটি পণ্য বাজারজাত করে থাকে। কোম্পানিটি পলিস্টার কোটিং, পিভিডিএফ কোটিং, ন্যানো পিভিডিএফ কোটিং, ফায়ার প্রুফ এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল তৈরি করে থাকে। বাজারে কোম্পানিটির ব্যবসায় প্রতিদ্বন্দ্বীরা হলোÑ বিডি থাই এ্যালুমিনিয়াম, আরামিট থাই এ্যালুমিনিয়াম, ঢাকা থাই, চায়না হু এ্যালুমিনিয়াম ইত্যাদি। ২০১৬ সালে এ শিল্পে গড় প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২৪ শতাংশ। এর বিপরীতে নাহি এ্যালুমিনিয়ামের ছিল ১২ দশমিক ২১ শতাংশ, আগের বছর ২০১৫ সালে যথাক্রমে ৩ দশমিক ২৮ শতাংশ আর ২৬ দশমিক ২৬ দশমিক ৮৩ শতাংশ এবং ২০১৪ সালে যথাক্রমে লোকসান ২ দশমিক ৬৪ শতাংশ। কোম্পানির শেয়ারপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা। কোম্পানির অনুমোদিত মূলধন ১২০ কোটি টাকা। প্রি-আইপিও পরিশোধিত মূলধন ৩৩ কোটি টাকা। আর পোস্ট আইপিও পরিশোধিত মূলধন ৪৮ কোটি টাকা। নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডকে বাজারে আনতে কাজ করছে বানকো ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
×