ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৫:১৬, ১৭ নভেম্বর ২০১৭

টু ক রো  খ ব র

সার কারখানায় গ্যাস সরবরাহ দাবি স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কারখানার শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার কারখানার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল কারখানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী অংশগ্রহণ করে। আশুগঞ্জ সার কারখানার সিবিএ সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সহ-সভাপতি সাইফুদ্দিন ফারুকী, সহ-সভপতি হাজী তৈমুর রহমান, সিবিএ নেতা গোলাম মোস্তফা কামরুল প্রমুখ।বক্তারা বলেন, ৩ এপ্রিল সরকারের নির্দেশে আশুগঞ্জ সার কারখানা গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এরপর থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ না থাকায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। আগামী ৩০ নবেম্বরের মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ না করা হলে দাবি আদায়ে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে। হামলাকারীদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৬ নবেম্বর ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ৫ ঘণ্টা অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেছে বাহুবল উপজেলা সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটি। উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসাইন, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা আব্দুল মোছাব্বির শাহীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসকর আলী, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু প্রমুখ। ধর্মঘট চলাকালে বক্তাগণ বাহুবলের মিরপুর বেদে পল্লীতে এমপি কেয়ার ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তারা আগামী ২৬ নবেম্বর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেন। মানিকগঞ্জে ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৬ নবেম্বর ॥ বুধবার রাতে মানিকগঞ্জের নাগ জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পরিত্যক্ত অবস্থায় ছয় রাউন্ড গুলিসহ একটি পিস্তল, দুটি চাপাতি ও ১১টি ককটেল উদ্ধার করা হয়েছে। ডাকাতির পরপর সাটুরিয়া বাসস্ট্যান্ডে ব্যারিকেড দিয়ে পুলিশের স্টিকার সংবলিত একটি মাইক্রোবাস ও এক ডাকাতকে আটক করা হয়। মাইক্রোবাসে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায়। গ্রেফতারের সময় ডাকাতদের সঙ্গে গুলি বিনিময়ে তিন এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে। এদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিফিংয়ে পুলিশ সুপার মাহফুজুর রহমান এ তথ্য জানান। পদযাত্রা শুরু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভবদহ সমস্যা সমাধানে পাঁচ দফা দাবি বাস্তবায়নে চার দিনের পদযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার ভবদহ স্লুইসগেট থেকে পদযাত্রা শুরু হয়। বিল কপালিয়ায় টিআরএম বাস্তবায়ন, নদী সংযোগ, আমডাঙ্গা খাল খনন, হরিহর, আপার ভদ্রা ও বুড়িভদ্রায় পুনঃখনন, পানি প্রবাহে সকল বাধা উচ্ছেদসহ পাঁচ দফা দাবিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এক সমাবেশের মাধ্যমে পদযাত্রা শুরু করেছে। ভবদহ স্লুইসগেটে সংগ্রাম কমিটির আহ্বায়ক রঞ্জিত বাওয়ালির সভাপতিত্বে বক্তারা বলেন, স্বার্থান্বেষী মহলটি সরকারকে ভুল বুঝিয়ে বিভ্রান্তি করে টিআরএম বাস্তবায়ন না করে লাখ লাখ টাকা অপচয় করে স্কেভেটর মেশিন দিয়ে নদী খনন করছে। এতে মহলটি যেনতেন কাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের নেতা সাতক্ষীরা-১ আসনের এমপি মোস্তফা লুৎফুল্লাহ, সংগ্রাম কমিটির প্রধান সমন্বয়কারী বৈকুণ্ঠ বিহারি রায়, সংগ্রাম কমিটির কেশবপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, অরুনা চৌধুরী, শিবতোষ ম-ল বাপ্পীসহ আরও অনেকে। ব্যবসায়ীর লাশ ফেরত নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৬ নবেম্বর ॥ বিএসএফের গুলিতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে নিহত বাংলাদেশী যুবক ফরিদ উদ্দিন (২২) লাশ ভারতীয় পুলিশ পাটগ্রাম পুলিশের কাছে বৃহস্পতিবার আড়াইটায় হস্তান্তর করেছে। জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলারের ২ নম্বর পিলারের কাছে দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশী গরু ব্যবসায়ী মিলে কাঁটা তারের উপর দিয়ে গরু পার করতে থাকে। এ সময় বিএসএফের গুলিতে মারা যায়। পরে তার লাশ ভারতীয় পুলিশের কাছে বিএসএফ হস্তান্তর করে। ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় লাশ পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশী পুলিশের কাছে ফেরত পাঠায়। কলেজে নবীনবরণ সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৬ নবেম্বর ॥ বেলকুচি ডিগ্রী কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ মাঠে অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ ম-ল। বক্তব্য রাখেন ম-ল গ্রুপের এমডি আব্দুল মমিন ম-ল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, থানা অফিসার ইনচার্জ (্ওসি) সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক সুব্রত পাল প্রমুখ।
×