ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নওগাঁয় অস্ত্রসহ ৫ জেএমবি গ্রেফতার

প্রকাশিত: ০৩:৪১, ১৭ নভেম্বর ২০১৭

নওগাঁয় অস্ত্রসহ ৫ জেএমবি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ নবেম্বর ॥ বৃহস্পতিবার ভোরে আত্রাই উপজেলায় অস্ত্র ও বিস্ফোরকসহ পাঁচ নব্য জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার নওদুলী বাজারসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকার মোঃ আব্দুল্লাহ আইচান কবিরাজ ওরফে রফিকের বাড়িতে জেএমবির একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ সেখানে একটি অভিযান চালায়। এ সময় সেখান থেকে আব্দুল্লাহ আইচান কবিরাজ ওরফে রফিক, একই উপজেলার আলীর ছেলে আব্দুর রাজ্জাক ওরফে মাসুম ওরফে বাবুল, মান্দা উপজেলার উত্তর পারইল আছির হাজীপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন ওরফে বুলেট, রানীনগর উপজেলার বেতগাড়ী গ্রামের লুলু সরদার ওরফে শহিদ মিস্ত্রি এবং নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার জুমাইনগর ফারাজীপাড়া গ্রামের মাসুদ রানা ওরফে হোসেন ওরফে আতিককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গ্রেনেড তৈরির ১০টি বডি, দুটি পিস্তল, দুটি ম্যাগজিন, ১৩ রাউন্ড গুলি এবং সাড়ে ৭শ’ গ্রাম গানপাউডারসহ গ্রেনেড তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
×