ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

খালেদা কোথাও গেলে মানুষেরই ঢল নামবেই ॥ রিজভী

প্রকাশিত: ০১:২২, ১৬ নভেম্বর ২০১৭

খালেদা কোথাও গেলে মানুষেরই ঢল নামবেই  ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এই মূহুর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বলে মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া রাস্তা দিয়ে কোথাও গেলে মানুষেরই ঢল নামবেই। কারণ, মানুষজন তো রাস্তাঘাট দিয়েই চলাচল করে। এ কারণেই তারা সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে একনজর দেখতে ছুটে আসে। আর এ কারণেই প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের মন্ত্রী-নেতারা ইর্ষায় পাগল হয়ে গেছে। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ২০ নবেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ২০ নবেম্বর সারাদেশে জেলা ও মহানগরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের এ কর্মসূচি সফল করার আহবান জানান তিনি। রিজভী বলেন, বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাবার সময় তাঁকে অভ্যর্থনা জানাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীকে পুলিশ বিনা উস্কানীতে হামলা চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং বেধড়ক লাঠিচার্জ করে আহত করেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক মামুন খান এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা মো. মোর্শেদসহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনসহ ২০ থেকে ২৫ জনের অধিক নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে আহত করা হয়েছে। আমি বিএনপির পক্ষ থেকে সরকারের পুলিশ বাহিনীর এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তি দাবি করছি। বিএনপির মুখপাত্র রিজভী বলেন, ধর্মীয় অবমাননার কথিত অভিযোগে রংপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটানো হয়েছে। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে রংপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিশেষ নীলনকশায় এই কাজ করা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেও শাস্তি দাবি করছি। রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী বুধবার জাতীয় সংসদে বলেছেন তিনি নাকি খালেদা জিয়ার বক্তব্য ধর্তব্যে নেন না। বর্তমান সরকারের দেশের উন্নয়নের ন্যায় প্রধানমন্ত্রীর বক্তব্যে ব্যবহৃত শব্দাবলীরও উন্নয়ন ঘটতে শুরু করেছে। উনার গোপালিশ বাংলাতে কথা বলার অভ্যাসকে কিছুটা কাটানোর জন্য দু’একটি তৎসম শব্দ প্রয়োগ করতে শুরু করেছেন। তিনি যদি গণতন্ত্র চর্চাকে ধর্তব্যে নিতেন তাহলে গণতন্ত্র রুগ্ন হয়ে পড়তো না। রিজভী বলেন, স্বৈরাচারী শক্তি সবসময় বিরোধী মত, চিন্তা ও বিশ্বাসের সহাবস্থানকে ভয় পায় এবং গণতন্ত্রে অপরিহার্য বিরোধী দলের আওয়াজকে ধর্তব্যে না নিয়ে নির্দয় নিষ্ঠুর দমনের পন্থার ওপরই নির্ভরশীল হয়ে পড়ে। শেখ হাসিনা অগ্রগামী মানবসভ্যতা বিরোধী সেই সকল স্বৈরশাসকদেরই একজন এবং এক অভিনব সংস্করণ। রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন রোহিঙ্গাদের মানবিক সহায়তা নয়, ত্রাণের নামে শোডাউন ছিল বিএনপির লক্ষ্য। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী এবং এই মূহুর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি রাস্তা দিয়ে কোথাও গেলে মানুষের ঢল নামবেই।
×