ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বেঙ্গল থিয়েটারের ‘জলপুত্র’ নাটকের মঞ্চায়ন আজ

প্রকাশিত: ০৩:৪৫, ১৬ নভেম্বর ২০১৭

বেঙ্গল থিয়েটারের ‘জলপুত্র’ নাটকের মঞ্চায়ন আজ

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের শুরুতে থিয়েটার অঙ্গনে নবীন তারুণ্যদীপ্ত দল বেঙ্গল থিয়েটার মঞ্চে আনে নাটক ‘জলপুত্র’। এ পর্যন্ত নাটকটির তিনটি মঞ্চায়ন হয়েছে। আজ নাটকটির চতুর্থ মঞ্চায়ন হতে যাচ্ছে। দল সূত্রে জানা গেছে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হবে। কথা সাহিত্যিক হরিশংকর জলদাসের সমুদ্রভিত্তিক জেলে সম্প্রদায় নিয়ে রচিত উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন রুমা মোদক। আর নির্দেশনা দিয়েছেন হাসান রেজাউল। ‘জলপুত্র’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন লক্ষ্মী রায় সিনথিয়া, প্রিয়ন্তী, হাবিব, মিজান, রাজীব, সজিব, উজ্জল, তোফায়েল, রকি, রাশেদুল, প্রতিভা, জিসান, রবিন, শাহিন, শাকিল পারভেজ, জিয়া ও রেজাউল প্রমুখ। প্রান্তিক মানুষ হিসেবে জেলেদের দুঃখ-বেদনা, প্রাপ্তি-হাহাকার, আনন্দ-বিলাপ, মৃত্যু আর জেগে ওঠার চালচিত্র ‘জলপুত্র’ নাটক। এ নাটকে একজন জেলে নারীর সংগ্রামশীল জীবনের ইতিহাসের পাশাপাশি জেলেপুত্রদের অধিকার সচেতন হয়ে ওঠার চিত্র তুলে ধরা হয়েছে। বিশেষ করে জেলেদের জীবন-যাপন, যুদ্ধ-সংগ্রাম, হাহাকার, শোষণ উপন্যাসের প্রধান অপ্রধান বিচিত্র চরিত্র এ নাটকে উঠে এসেছে।
×