ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছিটকে গেলেন ইস্কো

প্রকাশিত: ১৮:০৪, ১২ নভেম্বর ২০১৭

ছিটকে গেলেন ইস্কো

অনলাইন ডেস্ক ॥ সম্প্রতি রিয়াল মাদ্রিদ শিবিরের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় ইস্কো। তবে ক্লাব ফুটবলের বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ইনজুরিকে সঙ্গী করলেন স্প্যানিশ এ তারকা। শনিবার কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমে বাঁ উরুতে চোট পান ইস্কো। আর সদ্য পাওয়া এ চোটের কারণে রাশিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচে খেলতে পারবেন না তিনি। কোস্টারিকার কেন্ডাল ওয়াসটনের চ্যালেঞ্জ নিতে গিয়ে চোট পান ইস্কো। রিয়াল মাদ্রিদের হয়ে গোড়ালির চোটে ভুগছেন দলটির তারকা ফুটবলার গ্যারেথ বেল। সম্প্রতি ইস্কোর পাওয়া চোটে নিশ্চিতভাবে আরও চিন্তিত হয়ে পড়বেন রিয়াল কোচ জিনেদিন জিদান। আজ ইস্কোর চোট নিয়ে পরীক্ষার পর চোট সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে স্পেনের হয়ে রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে দেখতে পাবে না ভক্তরা। কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-০ ব্যবধানে দাপুটে জয় পেয়েছে স্পেন। এর মধ্য দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শক্তিমত্তা আরও একবার জানান দিল ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা। কোস্টারিকার হয়ে বড় ব্যবধানের জয়ে জোড়া গোল করেন ডেভিড সিলভা। এছাড়া জর্দি আলবা, আলভারো মোরাতা এবং আন্দ্রেস ইনিয়েস্তা একটি করে গোল করেন।
×