ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে আড়াই কোটি টাকার কোকেনসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ০২:৪৭, ৭ নভেম্বর ২০১৭

মির্জাপুরে আড়াই কোটি টাকার কোকেনসহ গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে আড়াই কোটি টাকা মূল্যের কোকেনসহ স্বপন মৃধা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সন্ধায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. সাহাদত হোসেন এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত স্বপন মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের তারা মৃধার ছেলে। মির্জাপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে মো. সাহাদত হোসেন জানান, স্বপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে সে এক পর্যায়ে কোকেন ব্যবসার সঙ্গে যুক্ত হন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্রেতা সেজে মঙ্গলবার বিকেলে কোদালিয়া খেয়াঘাট এলাকা থেকে স্বপন মৃধাকে এক কেজি ওজনের কোকেনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আফগানিস্তানের তৈরি উদ্ধারকৃত কোকেনের মূল্য দুই থেকে আড়াই কোটি টাকা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এক প্রশ্নের জবাবে সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাদত হোসেন জানান, উদ্ধার হওয়া কোকেন আফগানিস্তান থেকে সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে আসতে পারে। এই কোকেন ব্যবসার সাথে মাদক ব্যবসার বড় কোন চক্র জড়িত থাকতে পারে বলেও সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন। এ মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, ইনপেক্টর তদন্ত এস এম তুহিন আলীসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×