ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ার সেনাপ্রধানকে আমন্ত্রণ জানিয়েও যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হয়নি

প্রকাশিত: ১৯:৪৮, ২৩ অক্টোবর ২০১৭

ইন্দোনেশিয়ার সেনাপ্রধানকে আমন্ত্রণ জানিয়েও যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হয়নি

অনলাইন ডেস্ক ॥ ইন্দোনেশিয়ার সেনাপ্রধান গ্যাটোত নুরম্যানটিওকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হয়নি। যদিও তাকে দেশটিতে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ এফ ডানফোর্ড জুনিয়র। ইন্দোনেশিয়ার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ডানফোর্ড ওয়াশিংটন ডিসিতে সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিতব্য সন্ত্রাসবাদ নিয়ে এক আলোচনায় অংশ নিতে গ্যাটোত নুরম্যানটিওকে আমন্ত্রণ জানিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় নুরম্যানটিও এমিরেটসের একটি ফ্লাইটে করে তার স্ত্রীকে নিয়ে যাত্রা করেছিলেন। বিমান ছাড়ার আগে তার কাছে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের একটি নোটিশ আসে। তাতে তার যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি নেই বলে জানানো হয়। ইন্দোনেশিয়া সরকার যুক্তরাষ্ট্রের কাছে এর ব্যাখ্যা দাবি করবে বলে জানিয়েছে। সিএনএন।
×