ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরেন্দ্র অঞ্চলে কৃষকের সর্বনাশ

দুই দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আমন ফলন বিপর্যয়ের মুখে

প্রকাশিত: ০৫:৩২, ২৩ অক্টোবর ২০১৭

দুই দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আমন ফলন বিপর্যয়ের মুখে

মামুন-অর-রশিদ, রাজশাহী থেকে ॥ নিম্নচাপের প্রভাবে দুদিনের ঝড়োহাওয়া ও ভারি বৃষ্টিপাতে রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমনের অপুষ্ট ধানগাছ মাটিতে হেলে পড়ায় ফলন বিপর্যের শঙ্কা করছেন কৃষকসহ কৃষি কর্মকর্তারা। গত দু’দিনে বরেন্দ্র অঞ্চলে প্রায় ৯০ ভাগ ধান মাটিতে পড়ে যাওয়ায় কৃষকের ঘরে ঘরে এখন হতাশা বিরাজ করছে। শুধু ধান নয়, পেয়ারা, কলা, পেঁপে বাগানেও গাছও ন্যুয়ে পড়েছে। এরই মধ্যে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষি সম্প্রাসারণ অধিদফতরে গত দুদিনে আমনসহ সবজির ক্ষয়ক্ষতির সরেজমিন প্রতিবেদন পাঠিয়েছেন। প্রতিবেদনে মাঠ পর্যায়ের কর্মকতারা উল্লেখ করেন, গত শুক্র ও শনিবার ঝড়োহাওয়ায় বরেন্দ্র অঞ্চলে অপুষ্ট আমন ধান ৮০ থেকে ৯০ ভাগ মাটিতে শুয়ে পড়েছে। এসব ধানের ফলন ৪০ থেকে ৬০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার ২২৪ হেক্টর জমিতে। এছাড়াও রাজশাহী অঞ্চলের রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমন চাষাবাদ হয়েছে আরও ৩ লাখ ৫০ হাজার হেক্টরের ওপরে।
×