ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

‘আন্তর্জাতিক চাপের কারণেই মিয়ানমারের সুর নরম হয়েছে'

প্রকাশিত: ১৯:০০, ১৩ অক্টোবর ২০১৭

‘আন্তর্জাতিক চাপের কারণেই মিয়ানমারের সুর নরম হয়েছে'

অনলাইন রিপোর্টার ॥ মিয়ানমারের নেত্রী অন সাং সু চি’র অবস্থা এখন ‘জলে কুমির ডাঙায় বাঘ’ এর মতো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, আন্তর্জাতিক চাপের কারণেই রোহিঙ্গা নির্যাতন নিয়ে মিয়ানমার সরকার সুর নরম করেছে। কিন্তু এটা তাদের আসল রুপ নয়। আজ শুক্রবার সকালে কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সিডিএ'র পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য ২০ লাখ টাকার ত্রাণের চেক জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়। সেতুমন্ত্রী বলেন, মিয়ানমার সেনাবাহিনীর চলানো হত্যাযজ্ঞ ও নির্যাতন থেকে বাঁচতে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, গত ২৫ আগস্টের পর থেকে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। জাতিসংঘের দেওয়া হিসাব মতে, দেশটির সেনাবাহিনীর ও বৌদ্ধদের নির্যাতনের শিকার হয়ে ৬ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে।
×