ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিকল্পনা কমিশনের তিন কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত: ০৩:১২, ২৪ সেপ্টেম্বর ২০১৭

পরিকল্পনা কমিশনের তিন কর্মকর্তার পদোন্নতি

স্টাফ রিপোর্টার ।।বিসিএস (ইকনোমিক) ক্যাডারে ৩ জন কর্মকর্তার যুগ্মপ্রধান পদে পদোন্নতি চূড়ান্ত হয়েছে। উর্ধতন পর্যায়ে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তারা হলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) ড. মো: মোস্তাফিজুর রহমান, আর্থ-সামাজিক অবকাঠামা বিভাগের ডা: মো: আখতারুজ্জামান এবং কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের মো: রেজাউল করিম। পদোন্নতির আগে তিন কর্মকর্তাই নিজ নিজ বিভাগের উপপ্রধান ছিলেন। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের পাঠানো অফিস আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বুধবার জনপ্রসাশন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমুন নাহার এ আদেশটি স্বাক্ষর করে এক প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিবিএস (ইকনোমিক) ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তাদের যুগ্মপ্রধান পদে- গ্রেড-৩ (জাতীয় বেতন স্কেল-২০১৫ এর টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/-) পদে পদোন্নতি প্রদানপূর্বক পরিকল্পনা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হলো।’
×