ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সূচির বক্তব্য মানবতাবিরোধী : রিজভী

প্রকাশিত: ০৩:০২, ২০ সেপ্টেম্বর ২০১৭

সূচির বক্তব্য মানবতাবিরোধী : রিজভী

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা ইস্যুতে অং সান সূচির বক্তব্য মানবতাবিরোধী বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের যাচাই-বাছাই করে ফেরত নেয়া হবে বলে সূচি যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা হতাশ। সুচির এ বক্তব্য সমর্থনযোগ্য নয়। সুচি অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছেন। তার বক্তব্যে নির্যাতিত এ রোহিঙ্গাদের কথা উচ্চারিত হয়নি। সুচি আর গণতন্ত্রের নেত্রী নন বলেই এমন বক্তব্য দিয়েছেন। রিজভী বলেন, মিয়ানমার সরকারের বর্বর নির্যাতনের কারণে জীবন রক্ষায় চার লক্ষাধিক রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে। এখন তাদের আশ্রয়, চিকিৎসা, খাদ্য ও পানি নেই। রোহিঙ্গা শরণার্থীরা একটি অমানবিক অবস্থার মধ্যে রয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে বোঝাতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডোনাল ট্রাম্পের সঙ্গে কথা বলার পর শেখ হাসিনা বলেছেন তিনি তার কাছ থেকে রোহিঙ্গা ইস্যুতে কিছুই প্রত্যাশা করেন না। এটা প্রধানমন্ত্রীর শুধু ব্যর্থতাই নয়, অযোগ্যতাও। রুহুল কবির রিজভী বলেন, আজ এ রোহিঙ্গা ইস্যুতে বন্ধু দেশগুলোও বাংলাদেশের পাশে নেই। এর কারণ প্রধানমন্ত্রী সেই নীতি অবলম্বন করতে পারেননি। দুর্গাপূজার প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙ্গা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এর সঙ্গে ক্ষমতাসীন দলের লোক জড়িত। আর মামলা দেয়া হচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সভাপতি এম এ মালেক, মহাসচিব নেছারুল হক প্রমুখ।
×