ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রেমিকের আত্মহত্যার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪২, ১৪ সেপ্টেম্বর ২০১৭

প্রেমিকের আত্মহত্যার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ প্রেমিকার লোকজনের হাতে পিতামাতাসহ আহত হওয়ার পর প্রেমিকের আত্মহত্যার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মিরপুরে বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ থেকে প্রেমিকা মেহজাবীনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। লাবিবের বোন আনিকা আন নূর জনকন্ঠকে বলেন, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তারা লাবিবের প্রেমিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিরপুরের কালশী রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরাও লাবিবের মৃত্যুর ঘটনায় প্রেমিকা মেহজাবীনের দৃষ্টান্তমূলকহ শাস্তি দাবি করেন। এ সময় পুলিশ তাদের বাঁধা দেয়। শেষ পর্যন্ত মামলা নিতে রাজি হওয়ায় তারা কর্মসূচী থেকে সরে আসেন। প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সেকশনের ৭ নম্বর সড়কের ৪০১ নম্বর বাড়িতে আত্মহত্যা করে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের মেধাবী ছাত্র লাবিব ইসলাম (১৭)। লাবিবের বোন আনিকা আন নুর জনকন্ঠকে বলেন, লাবিবের সঙ্গে ভিকারুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের মেধাবী ছাত্রী মেহজাবিনের সঙ্গে প্রেমের সর্ম্পক ছিল। সম্প্রতি প্রেমে টানাপোড়েন চলছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে আব্বা আম্মা লাবিব ও তার এক বন্ধুকে নিয়ে মেহজাবীনের সঙ্গে বেইলী রোডে গত ১১ সেপ্টেম্বর কথা বলতে যান। সেখানে মেহজাবীনের লোকজন লাবিব, আব্বা আম্মা ও লাবিবের বন্ধুকে মারধর করে। এমন মানসিক যন্ত্রণা সইতে না পেরে লাবিব ওই রাতেই আত্মহত্যা করে।
×