ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নাটোরে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০১:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০১৭

নাটোরে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের সিংড়ায় মলি খাতুন নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছে স্বজনরা। বুধবার সকালে উপজেলার বলিয়াবাড়ি এলাকায় শ্বশুর ফজলুর রহমানের বাড়ি থেকে মলি খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মলি খাতুন উপজেলার কালিনগর গ্রামের মকলেসুর রহমানের মেয়ে ও একই উপজেলার বলিয়াবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে নিহত মলি বেগমের শ্বশুর, শ্বাশুড়ী ও ননদ পলাতক রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত মলি বেগমের বাবা মকলেসুর রহমান জানান, গত প্রায় ৬ বছর আগে উপজেলার বলিয়াবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে আলমগীর হোসেনের সাথে তার মেয়ে মলি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর মলির স্বামী আলমগীর হোসেন সিঙ্গাপুরে চাকুরী নিয়ে চলে যান। নিঃসন্তান মলি খাতুন তার শ্বশুরালয়ে শ্বশুর-শাশুড়ি ও ননদের সাথ বসবাস করে আসছিল। মঙ্গলবার রাতে প্রতিদিনের মত তার শ্বাশুড়ির সাথে ঘুমাতে যায়। রাতের কোন একসময় শ্বশুর বাড়ির লোকজন তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে। তবে হত্যাকান্ডের কারণ জানাতে পারেননি তিনি। প্রতিবেশী জিল্লুর রহমান ও বাতেন মিয়া জানান, রাত একটার দিকে মলির মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের বলা হয় গ্যাস ট্যাবলেট খেয়ে মলি খাতুন আত্মহত্যা করেছে। বুধবার সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে মলির শ্বশুর-শাশুড়ী ও ননদ মৃতদেহ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানান, প্রাথমিক সুরতহালে মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে বাড়ীর সবাই পলাতক রয়েছে।
×