ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একটি শেয়ার বিক্রিতেই দরপতনের শীর্ষে

প্রকাশিত: ২২:৪৬, ১১ সেপ্টেম্বর ২০১৭

একটি শেয়ার বিক্রিতেই দরপতনের শীর্ষে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মাত্র একটি শেয়ার লেনদেনেই দরপতনের শীর্ষে নেমে গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি। তালিক্ভাুক্ত জীবন বীমা খাতের কোম্পানিটির নাম প্রগ্রেসিভ লাইফ। সোমবার সকালে মাত্র ১ হাওলায় ১টি শেয়ার লেনদেন হতেই পতনের সর্বনিম্ন সীমায় নেমে যায় কোম্পানিটির দর। এতো কম শেয়ারে এভাবে দরপতন খুবই কম দেখা যায়। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার যথারীতি বাজারে লেনদেন শুরু হলে ৫ মিনিটের মাথায় প্রগ্রেসিভ লাইফের ১টি শেয়ার কেনাবেচা হয়। যা সার্কিট ব্রেকারের সর্বনিম্ন পর্যায়ে কোম্পানিটির এ শেয়ার লেনদেন হয়। রবিবার কোম্পানিটির সমাপনী মূল্য ছিল ৫৭.৭০ টাকা। কোম্পানিটির সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দর হবে ৫২.১০ টাকা। সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরেই শেয়ারটি কেনাবেচা হয়। মনে করা হচ্ছে, কেউ হয়তো ভুল করে শেয়ারটি সার্কিট ব্রেকারের শেষ ধাপে বিক্রি করেছেন। অথবা ইচ্ছা করে কম দরে কোম্পানিটির শেয়ার হাতিয়ে নেয়ার জন্য শেয়ারটি সর্বনিম্ন দরে বিক্রি করেছেন। কোম্পানিটির ১টি শেয়ার লেনদেন হওয়ায় ডিএসইর ইচ্ছে করে এর দর দেখায়নি। তবে বাজার সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন, ইচ্ছে করেই কোম্পানিটির দরপতন ঘটানোর জন্য মাত্র একটি শেয়ার সবনিম্ন দরে বিক্রি করেছেন। এরপরে আর কেউ শেয়ার বিক্রি করেননি। কারণ মাত্র একটি শেয়ার বিক্রির কোন যুক্তিযুক্ত কারণও থাকার কথা নয়। কোন কারসাজি চক্রের সঙ্গে জড়িতরা কোম্পানির অস্বাভাবিক দরপতন ঘটানোর জন্য এমনটি করতে পারে। ডিএসই কর্তৃপক্ষের উচিত এটি খতিয়ে দেখা। কারণ এতে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়তে পারেন।
×